 
											আমরা স্বপ্ন দেখি এমন এক সমাজের যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সকল নারী পুরুষ আইনগত, সামাজিক ও অর্থনৈতিক সব ধরনের বৈষম্যমুক্ত পরিবেশে সকল মৌলিক অধিকার অর্জন করে সম্মানের সাথে বসবাস করছে।
লক্ষ্যিত জনগোষ্ঠীর মাঝে সংস্থার নিজস্ব সামর্থ্য , দক্ষতা , অভিজ্ঞতা এবং প্রাপ্ত বহিঃআর্থিক ও কারিগরি সহযোগীতার ভিত্তিতে এবং লক্ষ্যিত জনগোষ্ঠীর চাহিদার ভিত্তিতে
বনফুল একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান । এই সংস্থার চূড়ান্ত লক্ষ্য অনগ্রসর , সুবিধা বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠী , বিশেষ করে শিশু ও নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন ।
চট্টগ্রাম
পাঁচলাইশ, চান্দগাঁও, বায়োজীদ, বাকলিয়া, ডবলমুরিং, কোতোয়ালী ও হাটহাজারী
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২২, ২৪, ৩১, ৩২, ৩৩ ও ৩৫ নং ওয়ার্ড
হাটহাজারী থানার পূর্ব শিখাপুর ইউনিয়ন
| ক্রম | রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষ | রেজিষ্ট্রেশন নম্বর | তারিখ | 
|---|---|---|---|
| ৪. | মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরেটরি  | ০০৩৩১-০১৭৩৩-০০৩৯৫ | ০৬/০৪/০৯ | 
| ৩.  | দি সোসাইটিজ রেজিষ্ট্রেশন এক্ট | সি.এইচ-এস, নং ২৫০ | ২০০৪ ইং | 
| ২.  | এনজিও বিষয়ক ব্যুরো  | ডিএসএস/এফডিও/আর/১৯৯ | ২৩/০১/৮৬ ইং | 
| ১.  | পরিবার পরিকল্পনা অধিদপ্তর | এফপি/সিটিজি/০৭/৮০ | ১৭/১২/৮০ ইং | 
বনফুল সমাজকল্যাণ সংস্থা (BSWO) ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এনজিওটি একটি অলাভজনক, অরাজনৈতিক এবং নির্দলীয় এবং মহিলা নেতৃত্বাধীন সংস্থা। এটির একটি বৃহৎ স্বাস্থ্যসেবা প্রোগ্রাম রয়েছে। ১৯৯৬ সালে এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে এবং এই প্রোগ্রামটি এখন প্রায় ১৩,০০০ সদস্যকে সেবা প্রদান করছে।
Developed By:
                        
                             ASCII SYSTEM
 ASCII SYSTEM
                        
                    
